১। সঞ্চয় পত্র ক্রয় ও ভাঙ্গানো এবং এই সংত্রান্ত তথ্যাদি ।
২। প্রাইজবন্ডের ড্রয়ের ফলাফল এবং এই সংক্রান্ত তথ্যাদি ।
জাতীয় সঞ্চয় প্রকল্পসমূহ |
১। ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রঃ মেয়াদান্তে মুনাফার হারঃ 11.28% |
২। ৩-মাস অন্তর মুনাফভিত্তিক সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদী)ঃ মুনাফার হারঃ 11.04% |
৩। পেনশনার সঞ্চয়পত্র (৫-বছর মেয়াদী) মুনাফার হারঃ 11.76% |
৪। পরিবার সঞ্চয়পত্র (৫-বছর মেয়াদী) মুনাফার হারঃ 11.56% |
৫। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড (৫-বছর মেয়াদী) মুনাফার হারঃ 12.00% |
৬। ইউ.এস.ডলার প্রিমিয়াম বন্ড (৩ বছর মেয়াদী) মুনাফার হারঃ 7.50% |
৭। ইউ.এস.ডলার ইনভেস্টমেন্ট বন্ড (৩ বছর মেয়াদী) মুনাফার হারঃ ৬.৫% |
৮। বাংলাদেশ প্রাইজবন্ডঃ প্রতি ৩ মাস অন্তর ড্র। প্রথম পুরস্কার ৬ লক্ষ টাকা। |
ক্রমিক সঞ্চয় স্কিমসমূহের নাম
০১। ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
০২। ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র (৩-বছর মেয়াদী)
০৩। পেনশনার সঞ্চয়পত্র (৫-বছর মেয়াদী)
০৪। পরিবার সঞ্চয়পত্র (৫-বছর মেয়াদী)
০৫। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড (৫-বছর মেয়াদী)
০৬। ইউ এস ডলার প্রিমিয়াম বন্ড (৩-বছর মেয়াদী)
০৭। ইউ এস ডলার ইনভেস্টমেন্ট বন্ড (৩-বছর মেয়াদী)
০৮। বাংলাদেশ প্রাইজবন্ড (১০০ টাকা মূল্যমান)
০৯। ডাকঘর সঞ্চয় ব্যাংকঃ
(ক) সাধারণ হিসাব
(খ) মেয়াদী হিসাব (৩-বছর মেয়াদী)
১০। ডাক জীবন বীমা
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
১। প্রবর্তনঃ ১৯৭৭ সনে প্রবর্তিত।
২। মূল্যমানঃ ১০ টাকা; ৫০ টাকা; ১০০ টাকা; ৫০০ টাকা; ১,০০০ টাকা;
৫,০০০ টাকা; ১০,০০০ টাকা; ২৫,০০০ টাকা; ৫০,০০০ টাকা;
১,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা; ১০,০০,০০০ টাকা।
৩। কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ
বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।
৪। মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।
৫। মুনাফাঃ ১১.২৮% (মেয়াদামেত্ম )। মেয়াদপূর্তির পর নগদায়ন করলে এক লক্ষ টাকায় মোট মুনাফা হবে ৫৬,৪০০(ছাপ্পান্ন হাজার চারশত) টাকা। উৎসে কর কর্তন ২,৮২০ (দুই হাজার আটশত বিশ) টাকা এবং নীট মুনাফা পাবেন ৫৩,৫৮০(তেপ্পান্ন হাজার পাঁচশত আশি) টাকা। তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে যে হারে মুনাফা দেওয়া হয় তা নিমেণ দেখানো হলোঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস